দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট কর্নাই কাটাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আফসার আলী (৭২) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
তার পরিবারের অভিযোগ, এলাকার একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় একই গ্রামের নূর ইসলাম, আব্দুল করিম ও তহবুলসহ ১০-১৫ জন সেই জায়গায় ঘর নির্মাণ করতে গেলে আফসার আলী বাধা দেন। এসময় প্রতিপক্ষের হামলায় তিন ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, মরদেহ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।
Leave a Reply