দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে শানচু মিনজি (৩৮) নামের ভ্যানচালককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা রিক্সাভ্যানটি নিয়ে গেছে। রবিবার সকালে হিলি উপজেলার ইসমাইলপুর সড়কের উপর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শানচু মিনজি উপজেলার ছাতনি জামতলী গ্রামের নব মিনজির ছেলে। তিনি হিলিতে রিক্সাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
তার স্বজনরা জানায়, শানচু মিনজি শনিবার রিক্সাভ্যানটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফিরে আসেনি।
হাকিমপুর থানার ওসি-তদন্ত মোস্তাফিজার রহমান জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply