তনুজা শারমিন তানু, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রবিবার সকালে ‘করোনা’র উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুলাকিপুর ইউনিয়নের বিন্নাগাড়ী এলাকার মোস্তাফিজুর রহমান ৪ দিন ধরে সর্দি, জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। শনিবার তিনি ‘করোনা’ পরীক্ষার জন্য ওসমানপুর হাসপাতালে নমুনা দেন; কিন্তু রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ৭-এ দাঁড়ালো।
অন্যদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক সহ নতুন করে আরও ১১ জন ‘করোনা’য় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ৩৯৮-এ পৌঁছলো।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা পারভেজ সোহেল রানা ও তার অফিস সহায়ক মোমিনুল ইসলাম ‘করোনা’য় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলার ৩টি উপজেলা হাসপাতালে ৩ জন আবাসিক মেডিকেল অফিসার আক্রান্ত হলেন।
Leave a Reply