তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৮৮। সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে সোমবার জেলার ১১২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, দিনাজপুর শহরে ৩ জন, বিরামপুর উপজেলায় ২ জন, বোচাগঞ্জ উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় একজন, ঘোড়াঘাট উপজেলায় ১ জন ও খানসামা উপজেলায় ১ জন।
এপর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১৭ জন। অন্যদিকে ৩১১ জন সুস্থ হয়েছেন।
Leave a Reply