দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে ২২ জন সহ জেলায় নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে ৯টি, ঢাকা থেকে ২২টি ও বগুড়া থেকে ২টি সহ ৩৩টি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
আক্রান্তদের মধ্যে জেলা শহরে ২২ জন ছাড়া অন্যরা হলেন, বিরামপুর উপজেলায় ৫ জন, খানসামা উপজেলায় ৩ জন, ঘোড়াঘাট উপজেলায় ২ জন ফুলবাড়ী উপজেলায় ১ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৮৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়েছেন ৪৩০ জন।
Leave a Reply