তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার জেলায় করোনায় শনাক্ত ৫১ জন নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৪৫৭ জন। অন্যদিকে এ দিনের ৬৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭২৫ জন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে করোনায় আক্রান্ত হয়ে মারা যান শফিকুল ইসলাম (৪৭)। তার বাড়ি সদর উপজেলায়। তিনি শুক্রবার করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
অন্যদিকে হাকিমপুর (হিলি) উপজেলার জামাল উদ্দিন (৫০) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১০ আগস্ট তার করোনা শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়।
Leave a Reply