তনুজা শারমিন তনু, দিনাজপুর : ‘করোনা’য় আক্রান্ত হয়ে দিনাজপুরের বোচাগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ‘করোনা’য় ১১ জনের মৃত্যু হলো।
বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ছেতেরা এলাকায় মারা গেছেন জয়নাল আবেদীন (৪৫)। তিনি ৪/৫ দিন ধরে সর্দি, জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। ২৩ জুন তার নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে ‘করোনা’ পজেটিভ রিপোর্ট আসে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
এপর্যন্ত জেলায় মোট ৫৬৩ জন ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply