তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় রবিবার আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৩ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছেন।
অন্যদিকে পুলিশ, ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৩৭। এর মধ্যে নতুন ২২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫২ জন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর জেলা শহরের রামনগর এলাকার দলিলুর রহমান (৭০) ও ফুলবাড়ী উপজেলার মো বদর উদ্দীন (৬৪) মারা গেছেন।
অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় যাদের রিপোর্ট পজেটিভ এসেছে তাদের মধ্যে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তা সচিন চাকমা, পুলিশ লাইন্সের পুলিশ মাসুদ রানা, বিরামপুর সোনালী ব্যাংকের ৩ স্টাফ হরি চন্দ্র দাস, মো ময়নুল ইসলাম ও ফারুক হোসেন এবং দিনাজপুর জেনারেল হাসপাতালর সিনিয়র স্টাফ নার্স রুমানা আক্তার লায়লা পারভীনও রয়েছেন।
নতুন আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ২১ জন, বিরামপুর উপজেলায় ১১ জন, ফুলবাড়ী উপজেলায় ৭ জন, নবাবগঞ্জ উপজেলায় ৩ জন, বোচাগঞ্জ উপজেলায় ২ জন ও বিরল উপজেলায় ১ জন।
Leave a Reply