তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এরমধ্যে তিন ব্যাংকারও রয়েছেন।
এপর্যন্ত দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জন ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।
জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬৩৭। তবে বৃহস্পতিবার ৬৬ জনসহ ১০৪৬ জন করোনা মুক্ত হয়েছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ফুলবাড়ী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মো মোজাম্মেল হক (৬০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। ২৮ জুলাই তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
তিনি আরও জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নবাবগঞ্জ উপজেলায় অগ্রণী ব্যাংকের স্টাফ তরিকুল ইসলাম, হাবিবুর রহমান ও বজলুল কাদের, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আতাউর রহমান এবং শামসুল আরেফিনও রয়েছেন।
এছাড়াও উপজেলা অনুযায়ী নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হলো, সদরে ২২, বিরামপুরে ২, ফুলবাড়ীতে ৬, নবাবগঞ্জে ৫, বোচাগঞ্জে ৪, বীরগঞ্জে ১, চিরিবন্দরে ১, পার্বতীপুরে ২, বিরলে ১, ঘোড়াঘাটে ১ ও কাহারোলে ১।
Leave a Reply