দিনাজপুর প্রতিনিধি : ‘করোনা’য় আক্রান্ত হয়ে দিনাজপুরে বিশিষ্ট বাবসায়ীর আল ইমরান সরকার রতন (৪২) মারা গেছেন।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টায় তিনি মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, আল ইমরান সরকার রতন ‘করোনা’ আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে বগুড়ায় হোম আইসোলেশনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্টে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকার মহসিন আলীর ছেলে ও ঘোড়াঘাট থানার সাবেক ওসি-তদন্ত শাকিলা পারভীনের স্বামী ছিলেন। শাকিলা পারভীন গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
Leave a Reply