তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে মঙ্গলবার করোনায় আরো ৩৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালা ২৬১৭ জন। এর মধ্যে ১৯২০ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৩৯ জন মারা গেছেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সালাম (৫২)। বাড়ি শহরের ঘাসিপাড়ায়। তিনি ১৩ আগস্ট করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৩৯টির ফলাফর পজিটিভ এসেছে।
এই করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ২১ জন, ফুলবাড়ী উপজেলায় ৩ জন, বীরগঞ্জ উপজেলায় ১ জন, পার্বতীপুর উপজেলায় ১ জন, ঘোড়াঘাট উপজেলায় ১০ জন, বিরামপুর উপজেলায় ৩ জন, চিরিরবন্দর উপজেলায় ১ জন, বোচাগঞ্জ উপজেলায় ২ জন ও হাকিমপুর উপজেলায় ১ জন।
Leave a Reply