তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক সহ নতুন করে আরও ২২ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৩৮৩ জন আক্রান্ত হলেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, ‘করোনা’য় নতুন করে আক্রান্তদের মধ্যে বিরামপুর উপজেলা হাসপাতালের এক চিকিৎসক ছাড়াও রয়েছেন, সদর উপজেলায় ৬ জন, খানসামা উপজেলায় ১০ জন, বিরল উপজেলায় ২ জন ও চিরিরবন্দর উপজেলায় ৩ জন।
এপর্যন্ত জেলায় ‘করোনা’ আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply