তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িত থাকার কথা ইউএনওর বাসার মালি রবিউল ইসলাম ফরাস স্বীকার করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং রংপুর রেঞ্জের ডিআইজি অব পুলিশ দেবদাস ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, হামলার সময় ব্যবহৃত হাতুড়ি ও মই রবিউল ইসলাম ফরাসের স্বীকারোক্তি মতো উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার বিকেল ৫ টায় রবিউল ইসলাম ফরাসকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জু করেন।
অন্যদিকে ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা আসাদুল হককে ৭ দিনের রিমান্ড শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার নাম এক কর্মকর্তা জানান, ইউএনও ওয়াহিদা খানমের ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনায় মালি রবিউল ইসলাম ফরাসকে ৪ মাস আগে সাময়িক বরখাস্ত করে জেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়।
সিসিটিভির ফুটেজ দেখে ও সাময়িক বরখাস্ত ঘটনার বিবেচনায় মালি রবিউল ইসলাম ফরাসকে বৃহস্পতিবার ডিবি পুলিশ গ্রেফতার করে।
জেলা প্রশাসকের মাধ্যমে রবিউল ইসলাম ফরাস ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ২০১৯ সালের শেষে অস্থায়ী মালি হিসেবে নিয়োগ পায়। ৪ মাস আগে ইউএনওর বাসা থেকে একটি লাগেজ ইউএনও কার্যালয়ে পৌঁছে দেওয়ার সময় সেখান থেকে ৫০ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনাটি ইউএনও জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক মালি রবিউল ইসলাম ফরাসকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসেন।
রবিউল ইসলাম ফরাসের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া গ্রামে।
Leave a Reply