তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে বিআরটিসির বাসের ধাক্কায় অটো-চার্জার রিক্সাভ্যানের ৬ যাত্রী নিহত ও ১০ বাসযাত্রী আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বীরগজ্ঞ থানার ওসি আব্দুল মতিন জানান, ঠাকুরগাঁও থেকে আসা বিআরটিসির বাসটি অটো-চার্জার রিকসাভ্যানকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চাপায় রিকসাভ্যানের ৫ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরীন ওরফে নসিমন (৪২) ও মেয়ে রূপা (৮), কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আবুল হোসেন (৬০), তার স্ত্রী আসমা খাতুন (৫০) ও মেয়ে লামিয়া (৫)। এছাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় ভ্যানচালক মারা যান।
অটো-চার্জার রিকসাভ্যানটি বীরগঞ্জ থেকে রনগাঁও মোহনপুর যাচ্ছিলো। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদুর্ঘটনার পর এলাকাবাসী দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
Leave a Reply