দিনাজপুর প্রতিনিধি : রেলপথ মন্ত্রাণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন দিনাজপুরের বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে তিনি এই স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
স্থলবন্দর পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এটি দেশের একমাত্র স্থলবন্দর, যা ব্যবহার করে একই সাথে রেল ও সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত, ভুটান ও নেপালে পণ্য আমদানি ও রফতানি করা যাবে।
সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
Leave a Reply