দিনব্যাপী সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
Published: 19. Jun. 2019 | Wednesday

সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কার নিয়ে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় মঙ্গলবার মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দিনব্যাপী এর আয়োজন করা হয়।
বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মতিয়ার রহমান হাওলাদার। সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌহিদুল ইসলাম ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত