চট্টগ্রামের জামিয়া হাটহাজারীর ক্বিরাত বিভাগীয় প্রধান মাওলানা জহিরুল হক বলেছেন, রমজান কোরআন নাযিলের মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের এ মাসে মুমিনদের ঈমান পরিশোধিত হয়। কোরআন নাযিলের এ মাসে ব্যাপকহারে পবিত্র আল কোরআনের বিশুদ্ধ চর্চা করতে হবে।
বৃহস্পতিবার দারুল ক্বিরাত আল মাদানিয়া কোরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান কেন্দ্র সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে দারুল আজহার মডেল মাদরাসায় আয়োজিত মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণ বোর্ডের মহাপরিচালক ক্বারী হুমায়ুন কবির বাবরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য ক্বারী শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মানজুরে মওলা, ক্বারী ইজাদুর রহমান, ক্বারী শফিউল আলম, ক্বারী জাকারিয়া আযাদ, ক্বারী নাজিফুল হক প্রমুখ।
Leave a Reply