দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে লতিপুর জামে মসজিদ শাখার মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে লতিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
শাখা পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ক্বারী আব্দুর মুক্তাদিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা। বিশেষ অতিথি ছিলেন লতিপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য খলকু মিয়া, সমাজসেবী আশরাফ আলী, সাইফুল ইসলাম, ব্যাংকার পারভেজ আহমদ, যুবলীগ নেতা জাকির হোসেন ও আব্দুল মুমিন। আরো উপস্থিত ছিলেন আলী মো ইকরাম, আলমগীর লিলু, কাদির, ইলু, মেহরাব হোসেন কামিল, মিছবাহ, হৃদয় প্রমুখ।
Leave a Reply