গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-৪ আসনের সাংসদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি অব্যাহত রেখেছে। একটি জাতির উন্নয়ন করতে হলে সে জাতিকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সম্পৃক্ত করতে হবে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে ভিজিডির চাল গ্রহণকারী হতদরিদ্র ৪ শতাধিক মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে জনপ্রতি ১৫ হাজার টাকা এককালীন অনুদান দেয়া হচ্ছে।
শনিবার গোয়াইনঘাট উপজেলা প্রসাশন ও সীমান্তিক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সাংসদ চেক গ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে।
এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আজহারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আহমদ।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply