সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, দারিদ্রকে শিক্ষা দিয়ে মোকাবেলা করতে হবে। শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার। শিক্ষিত জাতি কখনো উন্নয়নের কক্ষ হতে বিচ্যুত হয়না।
বৃহস্পতিবার গোটাটিকর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জের রণকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেক্সাস ল্যাঙ্গুয়েজ সেন্টার আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন। তার দূরদর্শিতা ও আন্তরিকতার সুফল ভোগ করছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও। দেশে এখন গতানুগতিক শিক্ষাধারার পরিবর্তন এসেছে। তথ্য-প্রযুক্তি ও আধুনিক শিক্ষাব্যবস্থা এখন হাতের মুঠোয়।
Leave a Reply