দলমতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চান আরিফ
Published: 07. Nov. 2018 | Wednesday

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে নগর ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সাধারণ সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হকের পরিচালনায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন প্যানেল মেয়রগণ নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন, প্যানেল মেয়র-১ কাউন্সিলর তৌফিক বক্স লিপন। তিনি পেয়েছেন ১৬ ভোট। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তার প্রাপ্ত ভোট ১৪টি। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি ভোট পাওয়ায় লটারির মাধ্যমে এবিএম জিল্লুুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের মতামত নিয়েই মহানগরীর উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণে সিসিকের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান বলে তিনি উল্লেখ করেন।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত