বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মপরিকল্পনা সভায় বলা হয়েছে, দলকে সুসংগঠিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও প্রশিক্ষিত নেতাকর্মী প্রয়োজন। প্রশিক্ষিত নেতাকর্মীরাই হচ্ছে দলের প্রাণ। কাজেই ভবিষ্যতে নিয়তিমভাবে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এই সভার মাধ্যমে জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিছু পরিকল্পনা প্রণয়ন করেন, যা বাস্তবায়নের ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহযোগিতা প্রদান করবে।
সভায় উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দলকে আরো সুসংগঠিত করা, আরপিও এক্ট অনুসারে ২০২০ সালের মধ্যে মূল দলে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে করণীয় নির্ধারণ সংক্রান্ত আলোচনা ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
সভায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দলের একজন কর্মীর তার নিজ দলের গঠনতন্ত্র ও ইতিহাস জানা যেমন জরুরি তেমনি তার নিজের রাষ্ট্রের ইতিহাস-সংস্কৃতি সম্পর্কেও জানা দরকার। কেননা দেশকে নেতৃত্ব দিতে হলে দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমানে বিরোধী দলকে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হচ্ছে না।
তিনি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল সমূহের মধ্যে মতবিনিময় সভার আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ দলকে পরিবারের মতো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় নিয়মিত কার্য নির্বাহী কমিটির সভা, বর্ধিত সভা, কাউন্সিল ও ছাত্র সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, উপদেষ্টা ও জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ডা আরিফ আহমেদ মমতাজ রিফা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শামীম আহমেদ, মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়ের আহমদ খান, মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, আইন বিষয়ক সম্পাদক ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর সালেহা কবির শেপী, মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা ইয়াসমিন, জেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো খালেদ জোবায়ের, মহানগর বিএনপির সদস্য অধ্যাপক ডা নূরুন নাহার মজুমদার, রিনা আক্তার ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টান্যাশনালের সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
Leave a Reply