১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-এই প্রবল সংগ্রামে সাধারণ মানুষের রক্তেই রচিত হয়েছে ইতিহাস। সবশেষে সেই মানুষই থেকেছে উপেক্ষিত। অমর একুশে উপলক্ষে সেই সব কথা আর গান নিয়ে দর্পণ থিয়েটার শারদা স্মৃতি ভবনে রবিবার সন্ধ্যায় ‘একুশের কথা, একুশের গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দর্পণ থিয়েটার সিলেটের সদস্য জয়শ্রী দাশ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য উত্তম সিংহ রতন।
এর পরপরই কবিতা, গান আর কথামালা নিয়ে মঞ্চে আসেন, দর্পণ থিয়েটার সিলেটের সদস্যবৃন্দ। নিরঞ্জন দের পরিচালনায় আবৃত্তি ও গান পরিবেশন করেন, জ্যোতি ভট্টাচার্য, জাকির হোসেন, শান্তনু সেন তাপ্পু, নাহিদ পারভেজ বাবু, অতনু দে, গায়ত্রী ধর, সামান্তা ঘোষ, এনামুল হক সামি, রক্তিম ভট্টাচার্য, অনামিকা চৌধুরী তুষ্টি ও মহাশ্বেতা দেব পুরকায়স্থ। যন্ত্র সংগীতে সহায়তা করেন, ঋষি মৃত্যুঞ্জয়, জ্যোর্তিময় ধর ও উজ্জ্বল চক্রবর্তী
Leave a Reply