হবিগঞ্জ প্রতিনিধি : সরকার, চা বাগান মালিক ও চা শ্রমিকদের মধ্যে দফায় দফায় বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। এর কারণ ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা শ্রমিকদের অনঢ় অবস্থান। ফলে চা শিল্পে বিরাজমান অচলাবস্থা নিরসনে কোন অগ্রগতি হয়নি।
এ দিকে চা বাগান মালিকপক্ষ আংশিক মজুরি বৃদ্ধিতে এগিয়ে এলেও চা শ্রমিকরা অবস্থান পরিবর্তন করেননি। তাই বৃহস্পতিবারও বাগানে বাগানে বিক্ষোভ মিছিল হয়েছে এবং কর্মবিরতি চলছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালন জানান, বুধবার তারা শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশীয় চা সংসদ কমিটির সঙ্গে বৈঠক করেছেন; কিন্তু তাতে কোন সমাধান হয়নি। মালিকপক্ষ ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা দৈনিক মজুরি দিতে চাইছেন। ছাড় দিতে হলে কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
চা শ্রমিকরা জানান, দৈনিক তাদেরকে ২৪ কেজি পাতা সংগ্রহ করতে হয়। এর বিনিময়ে তারা ১২০ টাকা পান। অতিরিক্ত প্রতি কেজির জন্য ৪ টাকা ৫০ পয়সা করে দেওয়া হয়। একেকজন শ্রমিক বর্তমান মৌসুমে দৈনিক ৫০ কেজি থেকে ১০০ কেজি পর্যন্ত চা তুলতে পারেন। তাদের মজুরি বৃদ্ধি না করলে তারা চলতে পারবেন না।
Leave a Reply