আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদেরকে ২০টি রেইনকোট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, ২ জুলাই (১৮ আষাঢ়) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে রেইনকোট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো বদরুল ইসলাম।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী ও আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মো শাহেদ আহমদ শান্ত, সহসাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদ আহমদ, সদস্য সুলতান সুমন, শেখ সাদিম আহমদ, শেখ জাবেদ আহমদ (এমরান), আব্দুল হাসিব, মো সুহেল মিয়া প্রমুখ । সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply