দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিককে সভাপতি ও দৈনিক জালালাবাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০১৮-১৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৪ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে।
সাবজেক্ট কমিটিতে ছিলেন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আফতাব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার এম আহমদ আলী, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, ও দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ তাজ উদ্দিন।
নতুন কার্যকরী কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক মুক্ত খবর) ও শাহ মো ইমাদ উদ্দিন নাসিরী (দৈনিক ভোরের কাগজ), সহ সাধারণ সম্পাদক নূরুল হক শিপু (দৈনিক সবুজ সিলেট), কোষাধ্যক্ষ এম এ খালিক (দৈনিক সিলেট সুরমা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল (দৈনিক মুক্ত খবর), দফতর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ (দৈনিক নয়া দিগন্ত), নির্বাহী সদস্য, আজমল খান (দৈনিক যুগান্তর), হুমায়ূন কবির লিটন (দৈনিক জালালাবাদ) ও শরীফ আহমদ (দৈনিক সিলেট সুরমা)।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, বিদায়ী সভাপতি আজমল খান। বার্ষিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান। এর উপর সদস্য বক্তব্য রাখেন।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খান। বার্ষিক প্রতিবেদন পেশ করেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান। এর উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply