র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯, স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে দক্ষিণ সুরমার মোমিন খোলায় অভিযান চালায়। এ সময় শাহ রাশেদ, সালেহ আহমেদ কুরুশ ও আয়না মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply