নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দক্ষিণ সুরমা কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে প্রদানের দানপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাস চৌধুরীর বাড়িতে শেখ রাসেল অডিটোরিয়ামে দানপত্র হস্তান্তর করা হয়।
দক্ষিণ সুরমা কলেজের পক্ষে দানপত্র হস্তান্তর করেন অধ্যক্ষ শামসুল ইসলাম। সরকারের পক্ষে গ্রহণ করেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ডা আব্দুল হাই, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস ও সংশ্লিষ্ট অন্যরা।
Leave a Reply