র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৮ জুয়াড়িকে ও সুনামগঞ্জের ছাতক থেকে ২ চোরাচালানিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজারে গরুর হাটে দুদু মিয়ার জেনারেটর রুমে জুয়ার আসর থেকে এ্ই জুয়ড়িদের গ্রেফতার।
এছাড়া রাত আড়াইটার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল লেফট্যানেন্ট কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে ছাতক থানা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় দেবেরগাঁও পয়েন্টে সেতু এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫ কার্টুন শেখ নাসিরউদ্দিন বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
Leave a Reply