- CORONA UPDATE BANGLADESH ON 20.04.21 : TEST 27056 IDENTIFIED 4559 PERCENT RATE 16.85 DEATH 91 RECOVERY 6811
- CORONA UPDATE BANGLADESH ON 19.04.21 : TEST 24152 IDENTIFIED 4271 PERCENT RATE 17.68 DEATH 112
- CORONA UPDATE BANGLADESH ON 18.04.21 : TEST 19404 IDENTIFIED 3698 PERCENT RATE 19.06 DEATH 102
- CORONA UPDATE BANGLADESH ON 17.04.21 : TEST 16185 IDENTIFIED 3473 PERCENT RATE 21.46 DEATH 101 RECOVERY 5907
- CORONA UPDATE 05.04.21 : SAMPLE TEST 30239 IDENTIFIED 7075 TOTAL 644439 DEATHS 52 TOTAL 9318 RECOVERED 2932 TOTAL 555414
দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন
Published: 26. Jul. 2020 | Sunday

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।
শনিবার সকালে এর উদ্বোধন করেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মঈনুল আহসানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য ডা সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা আবুল কালাম আজাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মো ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।
সর্বাধিক পঠিত খবর
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- মেহেদী হাসান জনির পরিচালনায় নতুন নাটকে জুটিবদ্ধ হলেন অপূর্ব ও মিথিলা
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
এই বিভাগের আরো খবর
- মঙ্গলবার ২০ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ২৭ হাজার ৫৬ জনের। শনাক্ত ৪ হাজার ৫৫৯। শতকরা হার ১৬ দশমিক ৮৫। মোট শনাক্ত ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। মৃত্যু ৯১। মোট মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ১১১।
- সোমবার ১৯ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ২৪ হাজার ১৫২ জনের। শনাক্ত ৪ হাজার ২৭১। শতকরা হার ১৭ দশমিক ৬৮। মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। মৃত্যু ১১২। মোট মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৩০০।
- শনিবার ১৭ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা ১৬ হাজার ১৮৫ জনের। শনাক্ত ৩ হাজার ৪৭৩। শতকরা হার ২১ দশমিক ৪৬। মোট শনাক্ত ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। মৃত্যু ১০১। মোট মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। মোট সুস্থ সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৮১৫।
- শুক্রবার ০৯ এপ্রিল ২০২১ : বাংলাদেশে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ হাজার ৬৫৪। শনাক্ত ৭ হাজার ৪৬২ জন। শনাক্তের হার ২৩.৫৭। মোট শনাক্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। মারা গেছেন ৬৩ জন। মোট মৃত্যু ৯ হাজার ৫৮৪। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। মোট সুস্থ ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। সিলেট বিভাগে করোনা পরিস্থিতি : শনাক্ত ১৪৪ জন। সিলেটে ১০৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, সুনামগঞ্জে ২ ও হবিগঞ্জে ৯। মোট শনাক্ত ১৮ হাজার ৩৩৫। সিলেট জেলায় ১১ হাজার ৪৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬২১ জন, মৌলভীবাজার জেলায় ২ হাজার ১১০ জন ও হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৫ জন। মারা গেছেন ১ জন। মোট মৃত্যু ২৯৮। সিলেটে ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ২৪ জন ও হবিগঞ্জে ১৮ জন। সুস্থ হয়েছে ৮৬ জন। মোট সুস্থ ১৬ হাজার ৬৫০। সিলেটে ১০ হাজার ৪৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জন ও হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন। এছাড়া সিলেটে ১৪৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
- মঙ্গলবার ০৬ এপ্রিল ২০২১ : নমুনা পরীক্ষা ৩৪ হাজার ৩১১ জনের। শনাক্ত ৭ হাজার ২১৩ জন ৷ শতকরা হার ২১ দশমিক ০২ শতাংশ। মোট আক্রান্ত ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। মারা গেছেন ৬৬ জন। মোট মৃত্যু ৯ হাজার ৩৮৪। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৯৯ জন ৷ মোট সুস্থ ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩।