বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান। এ মাস মুসলমানদের ব্যক্তিজীবন থেকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের দীক্ষা দেয়। মাহে রমজানের এ শিক্ষা জীবনের সব পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হবে।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখা আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলান ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাস্টার আব্দুল কুদ্দুস, উপজেলা সেক্রেটারি বদরুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মোহিত ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply