দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ মিয়নায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার (ভূমি) আসমা মোজাম্মেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, মোগলাবাজার থানার এসআই ফজলুর রহমান, দক্ষিণ সুরমা থানার এসআই মাসুদ পারভেজ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা মৎস্য কর্মকর্তা হিরণ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, গাজীরপাড়া মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর এজিএম আলা উদ্দিন আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহবুব আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা আলী আহমদ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্থানে ভারতীয় তীর খেলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করায় এবং বেশ কয়েকজনকে তীর খেলার অভিযোগে ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে ভূয়া চিকিৎসা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply