সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের বর্ধিত সভায় বক্তারা বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ করণে গড়িমসি আর বরদাশত করা হবে না।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনদাবিকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
রবিবার রাতে মহানগরীর স্টেশন রোডর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
সংগঠনের আহবায়ক মো তুরণ মিয়ার সভাপতিত্বে ও সদস্য মো আব্দুর রহিমের পরিচালনায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। আলোচনায় অংশ নেন সদস্য মো মুহিব আলী, মো ফরিদুর রহমান, আবদুল মালেক তালুকদার, চম্পক সরকার, বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ, আছমা বেগম, জাহাঙ্গীর খান, শাহ এখলাছ মিয়া, শারমীন আক্তার, মিনহাজুল ইসলাম, হোছনা চিশতি, খলিলুর রহমান, ফয়সল আহমদ বাবলু, ফখরুল হাসান, সমুজ মিয়া, দিলওয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলতাফুর রহমান আনছার।
সভার শুরুতে সংগঠনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো বাদশা মিয়া, স্টেশন রোডের প্রবীণ ব্যবসায়ী মো ফজলু মিয়া, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইছহাক মিয়ার স্ত্রী সফিয়া খাতুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরীর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Leave a Reply