নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর সমিতি অব আমেরিকা দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে আইসোলেশন সেন্টারে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।
বুধবার দুপুরে এগুলো দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেটের সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আক্তার করিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, নির্বাহী কর্মকর্তা ফরিদা নাসরিন, ডা নাজরা চৌধুরী ও সুমন বিন বাসিত।
উল্লেখ্য, এই আইসোলেশন সেন্টারও সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় চালু হচ্ছে।
Leave a Reply