দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল বকসের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শাড়ি, লুঙ্গি ও অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কদমতলিতে তার বাড়িতে এসব বিতরণকালে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন, হেলাল বকস। আরো বক্তব্য রাখেন, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আজাদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ আহমদ ও সমাজকর্মী আক্তার হোসেন জাকির।
Leave a Reply