দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী আজাদ কাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মো ইমাদ উদ্দিন নাসিরী, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকরাম হোসেন বখত ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী।
উপজেলা সমবায় কর্মকর্তা চন্দ দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, শিক্ষক আব্দুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, আশিক আলী, যুব সংগঠক জাহাঙ্গীর খান ও আত্মকর্মী রিপা বেগম।
Leave a Reply