সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ সততা ছাত্রকল্যাণ সমিতি গ্রামের সদ্য এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করেছে।
শনিবার দুপুরে পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আব্দুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইসহাক আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী লোকমান আলী, তরুণ সমাজকর্মী ও শিক্ষানুরাগী আল-আমিন ও আজিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সততা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শিপন, সাধারণ সম্পাদক আলাল, অর্থ সম্পাদক মোহাম্মদ ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক আলম হোসেন, ধর্ম সম্পাদক সামি, সাংগঠনিক সম্পাদক রোহান আহমদ, ক্রীড়া সম্পাদক তানভীর আহমদ, সমাজসেবা সম্পাদক জুবেল আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply