সিলেটের দক্ষিণ সুরমায় প্রথম আলো পত্রিকার কমিশন ৫% বৃদ্ধি করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভার্থখলায় জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আকিবুজ্জামান আকরাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আহবায়ক হালিম আহমদ। প্রধান বক্তা ছিলেন মহানগর সভাপতি মো শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সাবেক সহ সভাপতি সৈয়দ দারা মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম।
সমাবেশে ২৫শে নভেম্বর থেকে প্রথম আলো পত্রিকার কমিশন ৫% বৃদ্ধি না করলে ২৬শে নভেম্বর থেকে অনিদিষ্টকালের জন্য এজেন্ট কর্তৃপক্ষের নিকট থেকে পত্রিকা নিয়ে বিক্রি না করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর বিপণী মার্কেট থেকে বিক্ষোভ মিছিলে বের করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply