লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে ও প্রবাসী অর্থায়নে বন্যায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের ক্ষতিগ্রস্তদের মধ্যে সোমবার দুপুরে ত্রাণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমার সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, ক্লাব ডাইরেক্টার লায়ন নাজনীন হোসেন ও লায়ন বাবলী চৌধুরী।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল মছব্বির, মুরব্বি তবারক আলী, শফর আলী, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সহসাধারণ সম্পাদক রুম্মান আহমদ, অর্থ সম্পাদক সেবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, সদস্য আমির আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply