সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাউয়াই মোহাম্মদপুর পাঞ্জেগানা মসজিদ হতে মরহুম বখতিয়ার বক্সের বাড়ির পূর্ব পর্যন্ত এলজি এসপি ২-বিজিবি প্রকল্পের আরসিসি ঢালাই পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম, আলী আহমদ খান, নজরুল ইসলাম খসরু, আক্কাস উদ্দিন আক্কাই, এনাম উদ্দিন মেম্বার, মহিলা মেম্বার হুছনে আরা বেগম, লয়লু মিয়া মেম্বার, সৈয়দ মোমিনুর রহমান সুমিত মেম্বার, শরিফ মেম্বার, খালেদ আহমদ, বাহার উদ্দিন বাহার, বিপ্লব মালাকার প্রমুখ।
Leave a Reply