নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে এক নারী আহত হয়েছেন।
সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী জহুরা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার থেকে ৪০ জন যাত্রী সিলেট আসার পথে আলমপুর এলাকায় নাজা পরিবহণের এই বাসে ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া বাসটি আলমপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
Leave a Reply