দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলার সুবিধাজনক স্থানে দেশের তৃতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ সুরমাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্টেডিয়ামও নির্মাণ করা হবে।
শুক্রবার বিকেল উপজেলার লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লালাবাজার হাই স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছন্দান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) শাহাবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়োবুর রহমান, লালাবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা রুশন আলী, আছাব আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, নূরুল ইসলাম।
Leave a Reply