নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামি নাজিমুল ইসলাম রাজু ও তার সহযোগী রুবেলকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
সোমবার রাত সাড়ে ৮টায় র্যাব ৯-এর একটি বিশেষ দল দক্ষিণ সুরমার কদমতলি থেকে নাজিমুল ইসলাম রাজুকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পরে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে।
র্যাব ৯ নাজিমুল ইসলাম রাজুর নিকট থেকে আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।
র্যাব ৯ অধিনায়ক লে কর্নেল মাহবুব হাসান মঙ্গলবার দুপুরে মহানগরীর মেজরটিলায় র্যাব ৯ সদর দফতরে সাংবাদিকদের জানান, ১৬ই নভেম্বর সিলেট রেল স্টেশন লিংক রোড এলাকায় চিহ্নিত ছিনতাইকারী নাজিমুল ইসলাম রাজু এবং তার সহযোগী রুবেল, কানা মনির ও বাবলু মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের নিকট থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে। এ সময় তিনি ছিনতাইকারীদের বাধা দিলে সহযোগীদের সহায়তায় নাজিমুল ইসলাম রাজু তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে ঐ দিনই দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের হয়। এর আগেই গ্রেফতার বাবলু। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য অপরাধীদের নাম প্রকাশ করে।
নাজিমুল ইসলাম রাজুর বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। তবে সে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করতো এবং ভাসমান ছিনতাইকারী ও মাদকাসক্ত বলে পরিচিত ছিল। তার বাবার নাম মাতব্বর আলী।
নাজিমুল ইসলাম রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সে কয়েকবার গ্রেফতারও হয়।
Leave a Reply