নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় এক ইউনিয়ন পরিষদ সদস্য সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশে জানায়, বুধবার বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী (৩০) ও আব্দুস শহীদ (২৭)।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সিলেটমুখী হানিফ পরিবহণের একটি বাস বিপরীত দিক দিয়ে আসা মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যান। আব্দুস শহীদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
Leave a Reply