নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লা থেকে সিলেটমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। তারা হলেন মাহিন আহমদ (৩০), জেসমিন (৩৫) ও সুজন (৩৫। তাদের বাড়ি নারায়নগঞ্জ বলে জানা গেছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
Leave a Reply