বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইতিহাসের প্রলয়ংকরী বন্যার ৬ মাস পেরিয়ে গেছে; কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষগুলো বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছেনা। এব্যাপারে সরকারের নীরবতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্তরাইল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে ঠেলা ভ্যান, রিক্সা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বল্প পুঁজি (নগদ অর্থ) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মিয়া মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা কফিল উদ্দিন আলমগীর, দক্ষিণ সুরমা থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমদ, দলীয় নেতা অ্যাডভোকেট মকসুদ আহমদ, অ্যাডভোকেট নাজমুল হুদা তালুকদার, মামুন হোসাইন ও এস এম মুসা আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply