সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতির যে কোন দুর্যোগে বিএনপি সবসময় জনতারে পাশে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। আকস্মিক বন্যায় সিলেটের লাখো মানুষ পানিবন্দী। সর্বত্র চরম সংকট দেখা দিচ্ছে এবং দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বন্যার্ত মানুষের সাহায্যে সবাইকে সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠবো।
বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিন সিলেটকে বন্যাদুর্গত জেলা ঘোষণা করে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মখন মিয়া, বর্তমান চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, দলীয় নেতা আব্দুল লতিফ খান, মনিরুল ইসলাম তুরণ, মাহবুব আলম, শামসুর রহমান শামীম, হাজী পাবেল, রায়হানুল হক, শামীম আহমদ, সুজা আহমদ, মুক্তার আহমদ, নাসিম হোসেন, ফয়সল আহমদ, আলা উদ্দিন ফারাবী ও জুয়েল আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply