সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ-১৭ শুরু হয়েছে।
শুক্রবার সকালে কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, ইছরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তাহসিন আহমদ দিপু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মোগলাবাজার রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামান্ত, সহকারী শিক্ষক বিশ্বজিৎ রায়, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, দক্ষিণ সুরমা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌফিক আহমদ ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য সোজা চৌধুরী।
উদ্বোধনী খেলায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদ একাদশ ২-০ গোলে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দর্শকবিহীন এ টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে।
খেলায় লেফারির দায়িত্ব পালন করেন, আক্কাস উদ্দিন আক্কাই। সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন, গিয়াস উদ্দিন। ধারাভাষ্যকার ছিলেন, আব্দুল আহাদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply