নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুর গ্রামে প্রতিপক্ষের হামলার আহত এক বৃদ্ধা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
তার নাম খয়রুন নেসা। বয়স কমপক্ষে ৭৫ বছর। স্বামীর নাম সোনাফর আলী (মৃত)। মঙ্গলবার রাত ২টার তাকে হাসপাতালে নেয়া হয়। শনিবার বিকেল ৪টায় তিনি মারা যান।
মোগলাবাজার থানা সূত্রে জানা গেছে, এ ঘটনার ব্যাপারে খয়রুন নেসার ছেলে আব্দুর রহমান লিখিত অভিযোগ করেছেন, পূর্ব বিরোধ ও সিলেট কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলার জের ধরে প্রতিপক্ষ মঙ্গলবার রাত ১টার দিকে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে কোন পুরুষ ছিলেন না। হামলাকারীদের হাতে তার মা আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ অভিযোগের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply