‘সেবার মান বৃদ্ধি করণ, সবার প্রত্যাশা পূরণ করা’ এই স্লোগান নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডেভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ। বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম খলিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মো শরিফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ডা শওকত উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকীম ও সমবায় কর্মকর্তা চন্দন দত্ত। পরিচালনায় ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ।
Leave a Reply